রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তালালের কিছু ছবি প্রকাশ করেছেন তার স্বজনরা।
ছবিতে দেখা যায়, প্রিন্স তালালকে পরিবারের সদস্যরা স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন প্রিন্স খালিদ।
এদিকে খালিদের মুক্তি ইস্যুতে এখন পর্যন্ত সৌদি প্রশাসন মুখ খোলেনি।
গত ১১ মাস ধরে বন্দি ছিলেন প্রিন্স খালিদ। তিনি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ভাতিজা।
গত বছর নভেম্বরে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করছিলেন সৌদি যুবরাজ। এ অভিযান নিয়ে সমালোচনা করায় খালিদ বিন তালালসহ যুবরাজ, মন্ত্রী, রাজ প্রশাসনের সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।
এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি মুক্তি পান আল ওয়ালিদ বিন তালাল। সবশেষ মুক্তি পেলেন প্রিন্স খালিদ বিন তালাল।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এপি/এমএ