তেলসমৃদ্ধ ইরানজুড়ে মার্কিনবিরোধী বিক্ষোভের পর দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা নতুন করে আরোপ হলো।
সোমবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হতে যাওয়া এসব নিষেধাজ্ঞা যে কোনো সময়ের চেয়ে আরো কঠোর হতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ২০১৫ সালে ইরানের পরমাণু চুক্তির পর যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল, তা পুনর্বহাল করা হবে।
দেশটির তেল রপ্তানি, শিপিং এবং ব্যাংক অর্থাৎ তেহরানের অর্থনীতির কেন্দ্রে থাকা সব কিছুই এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
রোববার (৪ নভেম্বর) ইরানজুড়ে পালিত হয়েছে সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী। এ উপলক্ষে তেহরানের মার্কিন সাবেক দূতাবাসের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লাখ লাখ মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল বিরোধী স্লোগান। সৌদি রাজতন্ত্রের পতনের দাবিতেও স্লোগান দেওয়া হয়েছে। এছাড়া আগুন দেওয়া হয়েছে মার্কিন ও ইসরায়েলি পতাকায়।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এপি/এমজেএফ