ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিথ্রো বিমানবন্দরে রানওয়েতে সমস্যা, যাত্রীদের সতর্কতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
হিথ্রো বিমানবন্দরে রানওয়েতে সমস্যা, যাত্রীদের সতর্কতা হিথ্রো বিমানবন্দরের রানওয়ে, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে লাইটিং সমস্যা দেখা দেওয়ায় যাত্রীদের যাতায়াতে সমস্যা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বুধবার (০৭ নভেম্বর) হিথ্রো বিমানবন্দর জানায়, যে সমস্যা দেখা দিয়েছিল, সেটা প্রায় সমাধান করা হয়েছে। তারপরও সতর্ক করে বলা হচ্ছে, যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নির্দিষ্ট এয়ারলাইন্সে ফ্লাইট সম্পর্কে সময়সহ বিস্তারিত জেনে আসতে হবে।

সংবাদমাধ্যম বলছে, যাত্রীরা অভিযোগ করেছেন যে, বুধবার ভ্রমণের জন্য বিমানবন্দরে আসলেও তাদের ফ্লাইট উড্ডয়নের জন্য অনুমোদন দেওয়া হয়নি।

এর আগে স্থানীয় সময় সকালে শেষ ফ্লাইট অবরতণ করে বিমানবন্দরটিতে।
 
তাৎক্ষণিকভাবে কিছু ফ্লাইট এখান থেকে সরিয়ে নেওয়া হবে। তবে কর্তৃপক্ষ পরে জানিয়েছে, বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কিছু সময়ের মধ্যেই আবার ফ্লাইট সিডিউল ধরা যাবে।

হিথ্রো বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, রানওয়ের লাইটিংয়ে সাময়িক সমস্যার পর এখন থেকে চালু হয়েছে এবং কাজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।