ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে চীনা কনস্যুলেটের পাশে হামলা, ২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
পাকিস্তানে চীনা কনস্যুলেটের পাশে হামলা, ২ পুলিশ নিহত

পাকিস্তানের করাচিতে চীনের কনস্যুলেটের বাইরে বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। তাদের প্রতিরোধ করতে গিয়ে নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

শুক্রবার (২৩ নভেম্বর) সকালে করাচির ক্লিফটন এলাকায় অবস্থিত চীনা কনস্যুলেটের পাশেই এ হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেলা ১১টার দিকেও সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় চলছিল।

সিন্ধ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জাবেদ আলম ওধো দুই পুলিশ কর্মকর্তার প্রাণহানির খবর নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এর ধরন বোঝা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কূটনৈতিক এলাকাটি এমনিতেই ‘রেড জোন’ হিসেবে নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের হামলার পর সেখানে পুলিশের পাশাপাশি আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।