বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২ ডিসেম্বর) দেশটির একটি টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় প্রধানমন্ত্রী ফিলিপ বলেন, জনগণের আওয়াজ অথবা ক্ষোভ আমলে নিতে না হলে বধির বা অন্ধ হতে হবে।
দেশটিতে জ্বালানি তেলের ওপর কর আরোপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারীরা।
তবে এতোসব আন্দোলন ও বিক্ষোভের পরেও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন কর আরোপের পক্ষেই মত ব্যক্ত করেন।
আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিলো জ্বালানি করের।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসএইচএস/আরবি/