ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেনে যৌন হয়রানির দায়ে ভারতীয়কে ৯ বছরের দণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
প্লেনে যৌন হয়রানির দায়ে ভারতীয়কে ৯ বছরের দণ্ড সাজাপ্রাপ্ত প্রাভু রামামূর্তি, ছবি: সংগৃহীত

ঢাকা: উড়ন্ত প্লেনের মধ্যে এক নারীকে যৌন হয়রানির দায়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভারতীয়কে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সেইসঙ্গে প্রাভু রামামূর্তি (৩৪) নামের ওই ব্যক্তিকে তার সাজা শেষ হাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে দেওয়ারও আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের একটি ফেডারেল কোর্ট এ রায় দেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে পাশের সিটে বসে থাকা এক নারীকে উত্ত্যক্ত করেছিলেন ভারতীয় এ যাত্রী।

তখন ওই নারী কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছিলেন।

অভিযোগে ওই নারী উল্লেখ করেছিলেন, প্লেনে তিনি ঘুমিয়েছিলেন। তখন তার শরীরে হাত দিয়েছিলেন প্রাভু। এতে তিনি ঘুম থেকে জেগে যান এবং তার পোশাকের কিছু অংশ খোলা দেখতে পান। তাছাড়া এসময় তার পেন্টে প্রাভুর হাতও দেখতে পেয়েছিলেন তিনি। পাশের সিটে ওই যুবকের স্ত্রীও বসা ছিলেন বলে উল্লেখ করেছিলেন এ নারী।

পরে বিষয়টির শুনানি করেন ডেট্রয়েটের ফেডারেল কোর্ট। এরপর গত আগস্টে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। যার রায় হলো বৃহস্পতিবার।

প্রাভু রামামূর্তির বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। তিনি প্রযুক্তিবিদ হিসেবে পরিচিত। ২০১৫ সালে এইচ-১বি ভিসায় প্রথম যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।