ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রেক্সিট: ইউরোপ ভ্রমণে ব্রিটিশদের গুনতে হবে ইউরো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
ব্রেক্সিট: ইউরোপ ভ্রমণে ব্রিটিশদের গুনতে হবে ইউরো ইউরোপীয় পর্যটন স্পট, ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রেক্সিট চুক্তি অনুসারে ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণে ব্রিটিশদের ভিসা লাগবে না, তবে তাদের প্রতি তিন বছর পর পর সাত ইউরো কর্তৃপক্ষকে জমা দিতে হবে বলে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) ইউরোপিয়ান কমিশন নিশ্চিত করে বলেছে, ইউরোপীয় দেশে ভ্রমণ করতে হলে যুক্তরাজ্যের পর্যটকদের ভিসার প্রয়োজন হবে না। তবে এর জন্য তাদের আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র কিনে নিতে হবে।

সংবাদমাধ্যম বলছে, বিট্রিশদের জন্য করা এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে- ইটিআইএএস বা ইউরোপিয়ান ট্র্যাভেল ইনফরমেশন অ্যান্ড অথোরাইজেশন সিস্টেম। যদিও ভ্রমণ ব্যবস্থাটি এখনও চাল হয়নি, তবে ২০২১ সালের মধ্যে এটি চালু হয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।