শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে দেশটির লামপাং প্রদেশে এ ভয়াবহ সুনামি আঘাত হানে।
ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) বলছে, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এ সুনামির একটি ভিডিওতে দেখা গেছে, বেশ উচ্চ গতিতে সৈকতগুলোতে আঘাত হানছে সুনামি। আর এতে মুহূর্তেই ভেসে যাচ্ছে আশপাশের স্থাপনা।
এর আগে সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে যেনো ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। যাতে নিহত হয়েছিলেন প্রায় এক হাজার ২০০ মানুষ।
বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
টিএ/