ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে প্লেন উড্ডয়নে বিঘ্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে প্লেন উড্ডয়নে বিঘ্ন বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষা

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে প্লেন উড্ডয়নে বিঘ্ন সৃষ্টি হয়েছে। রানওয়েতে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় এ সমস্যা তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৭টার পর বিমানবন্দরটি থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন করেনি। ফলে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

প্লেন উড্ডয়নের জন্য রানওয়ের দৃষ্টিসীমা কমপক্ষে ১২৫ মিটার প্রয়োজন হয়। তবে অবতরণে কোনো জটিলতার কথা জানা যায়নি।

দিল্লি ছাড়াও ভারতের উত্তরের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার কারণে প্লেনসহ যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এর আগে সোমবার (২৪ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে দিল্লি থেকে হারিয়ানায় সংযুক্ত মহাসড়কের ঝাজ্জরের ফ্লাইওভারের কাছে ৫০ গাড়ির সংঘর্ষ হয়। এতে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।