যুদ্ধবিমান বিধ্বস্ত, ছবি: সংগৃহীত
ঢাকা: ভারতের উত্তর প্রদেশে দেশটির বিমানবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে জেটটিতে আগুন ধরে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছেন পাইলট।
সোমবার (২৮ জানুয়ারি) রাজ্যটির রাজধানী লখনৌ থেকে ৩২২ কিলোমিটার দূরে কুশিনগরে জেটটি বিধ্বস্ত হয়।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, উত্তর প্রদেশের গোরক্ষপুর বিমানবাহিনীর ঘাঁটি থেকে জাগুয়ার এয়ারক্রাফটটি নিয়মিত অভিযানের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল।
তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। কর্তৃপক্ষ দুর্ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।