ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

এ মাসেই ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
এ মাসেই ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক উত্তর কোরিয়া নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া নেতা কিম জং উনের মধ্যে প্রত্যাশিত দ্বিতীয় বৈঠক এ মাসেরই শেষের দিকে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, চলতি মাসের শেষ নাগাদ ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠকটি হবে।

এর জন্য সব ধরনের প্রস্তুতি বা প্রক্রিয়া প্রায় শেষ।

দক্ষিণ-পূর্ব এশিয়া দেশ ভিয়েতনামের উপসাগরীয় শহর দা নংয়ে শীর্ষ এ বৈঠকটি অনুষ্ঠিত হবে

এর আগে নানা টানাপোড়নেরর পর ২০১৮ সালের ১২ জুন সিঙ্গাপুরে এই দুই শীর্ষ নেতার প্রথম বৈঠক হয়েছিল। তখন এতে উত্তর কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং দু’পক্ষের মধ্যে সমঝোতা নীতিসহ নানা বিষয় নিয়ে আলাপ-অলোচনা ও চুক্তি হয়। যদিও এরপর দু’জনের মধ্যে আবারও চুক্তি বাস্তবায়ন নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল।

তবে, দ্বিতীয়বার সাক্ষাতে রাজি হওয়ায় সমস্যার সমাধানে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।