ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বাস্থ্যসেবায় বিশ্বসেরা মালয়েশিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
স্বাস্থ্যসেবায় বিশ্বসেরা মালয়েশিয়া মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালের চিত্র। ছবি: সংগৃহীত

ঢাকা: ১০০ এর মধ্যে ৯৫ পয়েন্ট নিয়ে স্বাস্থ্যসেবায় বিশ্বে প্রথমস্থানে রয়েছে মালয়েশিয়া। বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও পরিশীলিত অবকাঠামোর জন্য বৈশ্বিক র‌্যাংকিংয়ে এ সুনাম অর্জন করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ।  

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল লিভিং ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।  

ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে ‘বার্ষিক বিশ্ব অবসর সূচক ২০১৯’ শীর্ষক এ গবেষণা জরিপ চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) এ গবেষণা করেছে।  

গবেষণা অনুযায়ী, স্বাস্থ্যসেবা ক্যাটাগরিতে প্রথম সারিতে মালয়েশিয়া রয়েছে। এ তালিকায় দ্বিতীয় ফ্রান্স, তৃতীয় থাইল্যান্ড, চতুর্থ ইকুয়েডর এবং যৌথভাবে পঞ্চম হয়েছে মেক্সিকো ও কোস্টারিকা।  

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির স্বাস্থ্যসেবাই কেবলমাত্র বৈশ্বিকভাবে আপ টু ডেট এবং অত্যাধুনিক অবকাঠামো রয়েছে। এছাড়া মালয়েশিয়ার অধিকাংশ চিকিৎসক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন; যারা বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি সাবলীলভাবে ইংরেজিও বলতে পারেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।