ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোর সেই গোপন কবরে মিললো আরও ৫০ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
মেক্সিকোর সেই গোপন কবরে মিললো আরও ৫০ মরদেহ মেক্সিকো

মেক্সিকোর পশ্চিমাঞ্চলের কোলিমা রাজ্যের সেই গোপন কবরে আরও ৫০ মরদেহ পাওয়া গেছে। সপ্তাহখানেক আগেই কবরটি থেকে ১৯ মরদেহ উদ্ধার করা হয়েছিল।

রাজ্যের প্রধান আইনি কর্মকর্তার কার্যালয় মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নতুন ৫০ মরদেহ পাওয়ার বিষয়টি জানায়।

এতে বলা হয়, টেকোমান এলাকার সান্তা রোজা সম্প্রদায়ের ৪৯ গুপ্তকবরে এই ৬৯ মরদেহ পাওয়া গেছে।

জেনেটিক পরীক্ষার মাধ্যমে এগুলোর পরিচয় শনাক্ত করার প্রচেষ্টা চলছে।

কয়েকটি মরদেহ অন্তত ৫ বছর আগেই দাফন করা হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

মেক্সিকোর জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের মতে, ২০১৭ সালে মেক্সিকোর কোলিমা রাজ্যেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে প্রতি লাখে ১১৩ জনই হত্যার শিকার হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।