ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৬ ভারতীয় নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে পাঁচ বিদ্রোহী এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজ্যটির উত্তরাঞ্চলীয় বানদিপোরা জেলায় বন্দুকযুদ্ধে তিনজন নিহত হন বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, বানদিপোরাতে বন্দুকযুদ্ধ শেষে দুইজন বিদ্রোহী এবং ১২ বছরের এক বালকের মরদেহ পেয়েছে নিরাপত্তা বাহিনী।

 

এদিকে, শুক্রবার (২২ মার্চ) পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর দু’টি পৃথক অনুসন্ধান অভিযানে রাজ্যের পশ্চিমাঞ্চলীয় বারামুল্লা জেলায় দুইজন এবং দক্ষিণাঞ্চলীয় সোপিয়ান জেলায় একজন বিদ্রোহী নিহত হয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতিবার সোপিয়ান জেলায় অভিযান চলাকালে বিদ্রোহীদের গ্রেনেড হামলায় তিন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।