ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প প্রতীকী ছবি।

ঢাকা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

রোববার (২৪ মার্চ) দেশটির উপকূলীয় শহর টেরনেট থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ  ভূকম্পনের উৎপত্তি হয়েছে। এর গভীরতা ছিল ৩৭ কিলোমিটার।

তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।  

‘রিং অব ফায়ার’ এ অবস্থানের কারণে প্রায়ই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।  

সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে দেশটিতে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে প্রায় দুই হাজার ২০০ জনের প্রাণহানি হয়েছিলো। সেসময় নিখোঁজ ছিলো প্রায় এক হাজার মানুষ। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে দেশটির আচেহ প্রদেশে নয় দশমিক এক মাত্রার ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের প্রাণহানি হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।