ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ঝড়ের তাণ্ডবে ৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
পাকিস্তানে ঝড়ের তাণ্ডবে ৬ জনের প্রাণহানি ফাইল ফটো।

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের সঙ্গে সঙ্গে ঝড়ের তাণ্ডবে অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখওয়া প্রদেশে ওই ঝড় এ তাণ্ডব চালায় বলে বুধবার সাংবাদিকদের জানান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তাইমুর খান।

তিনি বলেন, বৃষ্টি-ঝড়ে প্রদেশটির বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

পাকিস্তানে মৌসুমী ধুলো ঝড় এবং বৃষ্টিতে প্রায়ই বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং বহু হতাহতের ঘটনা ঘটে থাকে। পাশাপাশি প্রতিবছরই বর্ষাকালে দেশটিতে প্রবল বৃষ্টিতে বন্যা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।