ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পর্তুগালে বাস খাদে পড়ে ২৮ জার্মান পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
পর্তুগালে বাস খাদে পড়ে ২৮ জার্মান পর্যটকের মৃত্যু দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে

পর্তুগালের মাদেইরা দ্বীপে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৬টা নাগাদ সান্তা ক্রুজ মিউনিসিপলিটির নিকটবর্তী কানিসিও শহরের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে যায়। এ সময় বাসে ৫০ জন যাত্রী ছিলেন।

সান্তা ক্রুজ মিউনিসিপলিটির প্রধান ফিলিস সওসা জানিয়েছেন, হতাহতের ঘটনা রয়েছে, প্রাথমিক তা নিশ্চিত করা যাচ্ছে না।

যদিও পরে তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ১৭ জন নারী। তারা সবাই জার্মান পর্যটক।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।