ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ৬, ২০১৯
ভারতে চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ

ঢাকা: ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ৭টি রাজ্যের ৫১টি আসনে ভোটগ্রহণ চলছে।

সোমবার (৬ মে) সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ দফায় ভোটগ্রহণের রাজ্যগুলো হলো- পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড এবং জম্মু ও কাশ্মীর। ৫১টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে ৭টি, উত্তর প্রদেশে ১৪টি, বিহারে ৫টি, রাজস্থানে ১২টি, মধ্যপ্রদেশে ৭টি, ঝাড়খন্ডে ৪টি এবং জম্মু ও কাশ্মীরে ২টি আসন রয়েছে।

পশ্চিমবঙ্গের আসনগুলো হচ্ছে- আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হুগলী, হাওড়া, শ্রীরামপুর ও উলুবেড়িয়া।

আজকের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- উত্তরপ্রদেশের আমেঠি আসনে কংগ্রেস প্রধান রাহুল গান্ধী ও বিজেপির স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের রায়বেরিলি আসনে সোনিয়া গান্ধী ও লখনউ আসনে বিজেপির রাজনাথ সিং এবং রাজস্থানের জয়পুর গ্রামীণ আসনে বিজেপির রাজ্যবর্ধন সিং রাঠোর।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের এ সাতটি লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা এক কোটি ১৬ লক্ষ ৯১ হাজার ৮৮৯ জন।

গত লোকসভা নির্বাচনে সাতটি রাজ্যের এ ৫১টি আসনের মধ্যে ৪০টিই পেয়েছিল বিজেপি। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল দু’টি আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৭টি আসন।

ভারতের লোকসভা নির্বাচনে এবার মোট ৭ দফায় ভোটগ্রহণ হচ্ছে। এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।

এর আগে ১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়। এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় দফা, ২৩ এপ্রিল তৃতীয় দফা ও ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ করা হয়।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মে ০৬, ২০১৯
ভিএস/এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।