ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্কুলে দুই বন্দুকধারীর হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মে ৮, ২০১৯
যুক্তরাষ্ট্রের স্কুলে দুই বন্দুকধারীর হামলা, নিহত ১

ঢাকা: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কলোরাডোর একটি স্কুলে দুই বন্দুকধারীর হামলায় এক স্কুলছাত্র নিহত ও সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা যায়, কলোরাডোর ডেনভার শহরের নিকটবর্তী ‘স্টেম স্কুল হাইল্যান্ডস রাঞ্চ’ নামে স্কুলে এ হামলা চালানো হয়।

ওই দুই বন্দুকধারীও একই স্কুলের শিক্ষার্থী। তারা স্কুলে প্রবেশ করে দু’টি ভিন্ন ক্লাসরুমে এ হামলা চালায়। এতে এক স্কুলছাত্র নিহত ও সাতজন আহত হয়।

পুলিশ জানায়, হামলার পরপরই তাদের খবর দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে আসে। পরবর্তীতে দুই হামলাকারীকে আটক করা হয়েছে।  

তবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

অন্যদিকে নিহত শিক্ষার্থীর বয়স ১৮ বলে জানালেও তার বিস্তারিত পরিচয়ও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এক টুইট বার্তায় হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে হোয়াইট হাউজ।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২০১৯ সালেই ১১৫ বারের মতন এ ধরনের বন্দুক হামলা চালানো হলো।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ০৮, ২০১৯/ আপডেট: ১১৩০ ঘণ্টা
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।