ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘সিঙ্গেল’ থাকার যন্ত্রণায় স্বেচ্ছামৃত্যুর আবেদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ১২, ২০১৯
‘সিঙ্গেল’ থাকার যন্ত্রণায় স্বেচ্ছামৃত্যুর আবেদন প্রতীকী ছবি

ঢাকা: বয়স ৩৫ ছাড়িয়েছে, এখনও চাকরির ব্যবস্থা হয়নি, তার ওপর বিয়ে-শাদির ব্যাপারেও কোনো অগ্রগতি নেই। এভাবে আর কতদিন থাকা যায়! তাই তো সরকারের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন ভারতের পুনের এক যুবক।

শনিবার (১১ মে) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১৫-২০ দিন আগে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠান ওই যুবক। চিঠিতে নিজেকে ব্যর্থ দাবি করে মানসিক অশান্তির কারণে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন তিনি।

দত্তবাদি পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ পরিদর্শক দেবিদাস ঘেবারে বলেন, চিঠিতে ওই যুবক তার ৭০ বছর বয়সী মা ও ৮৩ বছর বয়সী বাবার কথাও উল্লেখ করেন। তিনি ভাবতেন, অসুস্থ মা-বাবার জন্য কিছুই করতে পারছেন না। এছাড়া চাকরি ও বিয়ে না হওয়ার কারণেও মর্মাহত ছিলেন তিনি।

দেবিদাস বলেন, ওই যুবক উচ্চ শিক্ষিত ও ভাল পরিবারের সন্তান। শুধু বিয়ের হতাশা নয়, পরিবারের প্রতি ভালোবাসাও রয়েছে তার।

তাকে কাউন্সেলিং করা হয়েছে। এখন সব ঠিক আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।