ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের ‘শান্তির আহ্বানে’ মোদীর সাড়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ইমরানের ‘শান্তির আহ্বানে’ মোদীর সাড়া! নরেন্দ্র মোদী ও ইমরান খান। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনে ‍নিরঙ্কুশ জয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় বসছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বিশ্বনেতারা অভিনন্দন জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীকে। 

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় বলেন, বিজেপি জোট নির্বাচনে জেতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই। দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য তার সঙ্গে কাজ করার আশা রাখি।

দ্রুতই ইমরান খানের টুইটের উত্তর দিয়েছেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি সবসময়ই এ অঞ্চলের শান্তি ও উন্নয়নে প্রধান্য দিয়েছি।  
 
গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত সাত ধাপে অনুষ্ঠিত হয় ভারতের লোকসভা নির্বাচন। ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রীয় অঞ্চলের ৫৪২টি আসনে ছিল এ ভোটের আয়োজন। ৫৪৩টি আসনে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু ভেলোর আসনে নির্বাচন স্থগিত করা হয়।  

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৫০টি, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৮৩টি। বিজেপি একাই পেয়েছে ২৯০টি আসন, যেখানে ভারতে সরকার গঠন করতে প্রয়োজন হয় ২৭২ আসন।

আরও পড়ুন
** শরীরের প্রতিটি কোষ জাতির জন্য: মোদী
** ভোট গণনার মধ্যেই কংগ্রেস নেতার মৃত্যু
** নির্বাচনে ভরাডুবি: রাহুলের নেতৃত্ব প্রশ্নের মুখে!
** আবারও ভারতই জিতলো: মোদী
** ‘সাবাশ বন্ধু’ বলে মোদীকে অভিনন্দন নেতানিয়াহুর
** নির্বাচনে ‘বিজয়ীদের’ অভিনন্দন মমতার
** নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি, সমর্থকদের উল্লাস
** বিশাল জয়ের পথে মোদীর বিজেপি
** ‘দিদি’র বাংলায় মোদীর হাসি
** ‘বিশাল জয়ে’ মোদীকে সুষমা স্বরাজের অভিনন্দন
** দিল্লিতে তালাবদ্ধ রাহুল গান্ধীর অফিস
** জয় উদযাপনে ২০ হাজার কর্মীকে কার্যালয়ে ডাকলো বিজেপি
** আমেথিতে পিছিয়ে রাহুল গান্ধী
** ‘দিদি’র বাংলায় মোদীর হাসি
** বুথফেরত জরিপই সত্য হচ্ছে?
** জয় উদযাপনে বিজেপির লাড্ডু কেক
** ভারতে চলছে নির্বাচনের ভোট গণনা
** আগামী ৫ বছর কারা চালাবে ভারত?
** ‘ভুয়া জরিপে’ নিরাশ হবেন না, সমর্থকদের বললেন রাহুল

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।