ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এভারেস্টেও ‘ট্রাফিক জ্যাম’!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এভারেস্টেও ‘ট্রাফিক জ্যাম’! এভারেস্টের চূড়ায় পৌঁছাতে আরোহীদের দীর্ঘ সারি। ছবি: সংগৃহীত

যানজট বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। ঢাকাবাসীর জন্য তো সেটা রীতিমতো অসহনীয় পর্যায়ে চলে গেছে! এবার, গাড়ি-ঘোড়া না থাকলেও এভারেস্টে শুরু হয়েছে যানজট। বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে আরোহীদের।

গত বুধবার (২২ মে) হিমালয় চূড়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, বুধবার সকালে বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক পর্বতারোহী ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু চূড়ায় উঠতে এভারেস্টের ক্যাম্প ৪-এ পৌঁছান।

একসঙ্গে অনেক বেশি লোক জড়ো হওয়ায় বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে তাদের দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের লিয়াজোঁ কর্মকর্তা জ্ঞ্যানেন্দ্র শ্রেষ্ঠ বলেন, এদিন গাইডসহ প্রায় দুই শতাধিক পর্বতারোহী এভারেস্টের সমাবেশস্থলে জড়ো হন। তবে চূড়ায় পৌঁছানোর মতো আবহাওয়া পাওয়া যাচ্ছিল ক্ষণিকের জন্য। একারণে অনেক পবর্তারোহীই সেখানে বিকেল পর্যন্ত আটকা পড়েন। তবে ঠিক কতজন আটকা ছিলেন তা নিশ্চিত নয়।

এদের মধ্যে অনেকেই পর্বতচূড়া থেকে ফিরে এসেছেন বলেও জানান জ্ঞ্যানেন্দ্র শ্রেষ্ঠ।

এবারের বসন্ত মৌসুমে রেকর্ডসংখ্যক ৩৮১ পর্বতারোহীকে এভারেস্টে ওঠার অনুমতি দিয়েছে নেপাল। মোট ৪৪টি দলে ভাগ হয়ে তারা চূড়ায় উঠবেন।

গত ১৪ মে আট সদস্যের একটি দল সফলভাবে এভারেস্টে ওঠার পর বিশ্বের সর্বোচ্চ চূড়া উন্মুক্ত করে দেয় দেশটি।  

মার্চে শুরু হওয়া বসন্ত মৌসুম শেষ হবে আগামী জুনে।  

নেপাল পর্যটন বিভাগের তথ্যমতে, ১৯৫৩ সালে এডমন্ড হিলারী ও শেরপা তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট জয়ের পর থেকে এ পর্যন্ত ৪ হাজার ৪শ’র বেশি আরোহী বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।