ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে বন্যায় নিহত ৩১, নিখোঁজ ৬০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জুন ২২, ২০১০

imgবুয়েনস এইরেস: ব্রাজিলের উত্তর-পশ্চিম অঞ্চলে কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ছয়শ’র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছে ১০ হাজারের মতো।



মঙ্গলবার সরকারিভাবে এ তথ্য জানানো হয়।

অ্যালাগোয়াস রাজ্যের গভর্নর তিওতোনিও ভিলেলা ফিলিহো বলেন, প্রবল স্রোতে হাজারো মানুষ ভেসে গেছে।

‘আমরা প্রার্থনা করছি, যেন নিখোঁজদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়’, বলেন তিনি।

এদিকে, প্রবল বর্ষণে এক হাজার মাইলেরও বেশি রাস্তা পানিতে তলিয়ে গেছে। ফলে আক্রান্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিতে সমস্যা হচ্ছে।

উদ্ধারকর্মী দলগুলো হেলিকপ্টারযোগে আক্রান্তদের অন্যত্র সরিয়ে নিচ্ছে।

২০০৪ সালে একই অঞ্চলে বন্যায় ৪৪ জন নিহত হন। সেসময় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৩৬ ঘণ্টা, ২২ জুন ২০১০
আরআর/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।