ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশের সাবেক স্পিকারের ‘আত্মহত্যা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
অন্ধ্র প্রদেশের সাবেক স্পিকারের ‘আত্মহত্যা’ সাবেক স্পিকার ড. কোদেলা শিব প্রসাদ রাও, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশের বিধানসভার সাবেক স্পিকার রাজনীতিবিদ ড. কোদেলা শিব প্রসাদ রাওয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এই টিডিপি (তেলুগু দেশম পার্টি) নেতা নিজের বানজারা হিলসের বাসায় ‘আত্মহত্যা’ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।

কোদেলা ছয়বারের বিধায়ক ছিলেন।

তিনি এপি বিধানসভার স্পিকার ছিলেন। একইসঙ্গে ১৯৮৫ সালের এনটিআরের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।