ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাইবেরিয়ায় স্কুলে আগুন লেগে ২৩ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
লাইবেরিয়ায় স্কুলে আগুন লেগে ২৩ শিক্ষার্থীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় একটি আবাসিক স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ২৩ শিক্ষার্থীর মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

রাজধানী মনরোভিয়ার বাইরে একটি স্কুলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।  

সংবাদ মাধ্যম জানায়, আবাসিক স্কুল লাগোয়া একটি ভবন থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তখন শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিলো।

ঘটনাস্থলে এখনো মরদেহ খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মর্মান্তিক ওই ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লাইবেরিয়ায় প্রেসিডেন্ট জর্জ ওয়ে।

পুলিশ কর্মকর্তা মোসেস কার্টার আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তারপরও বিষয়টির তদন্ত চলছে।

নিহত শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮,২০১৯/আপডেট: ১৮৪৭ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।