ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুজরাটে বাস উল্টে ২১ যাত্রী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
গুজরাটে বাস উল্টে ২১ যাত্রী নিহত ঘটনাস্থল, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের গুজরাটে বাস উল্টে অন্তত ২১ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজ্যটির বানসকণ্ঠ জেলা শহরের ত্রিশুলিয়া ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন।

তারা আম্বাজিতে মন্দিরে প্রার্থনা শেষে ফিরছিলেন।  

জেলার অতিরিক্ত স্বাস্থ্য কর্মকর্তা এসজি শাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলছে।

এদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি বলেছেন, গুজরাটের একটি ভয়াবহ ঘটনার খবর পেয়েছি। এ ঘটনায় আমি মর্মাহত।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।