ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৈকতের ময়লা কুড়ালেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
সৈকতের ময়লা কুড়ালেন মোদী সৈকতের ময়লা কুড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

চেন্নাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে তামিলনাড়ুর মামাল্লাপুরাম শহরে দ্বিতীয় দফায় বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

শনিবার (১২ অক্টোবর) এ বৈঠকের আগে সকালে মামাল্লাপুরামের সৈকতে যান নরেন্দ্র মোদী। সেখানে প্রথমে ধ্যানে বসেন তিনি।

পরে, সৈকতে পড়ে থাকা ময়লা কুড়ান ভারতের প্রধানমন্ত্রী।

এক টুইট বার্তায় মোদী লিখেছেন, সকালে মামাল্লাপুরামের সৈকতে ময়লা কুড়িয়েছি। এটা ৩০ মিনিট ধরে ছিল। আমার ‘সংগ্রহ’ হোটেলকর্মী জয়রাজের হাতে দিয়েছি। আসুন, আমাদের খোলা জায়গাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। আসুন, নিজেদের সুস্থ থাকার বিষয়টিও নিশ্চিত রাখি।

শনিবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী মোদী যে হোটেলে অবস্থান করছেন, সেখানে শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পরে প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এএটি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।