ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে বন্দুকধারীদের গুলিতে ৪ জন নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
নিউইয়র্কে বন্দুকধারীদের গুলিতে ৪ জন নিহত ঘটনাস্থল, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীদের হামলা হয়েছে। এতে গুলিবদ্ধি হয়েছেন অন্তত সাতজন। এর মধ্যে চারজন নিহত হয়েছেন। এছাড়া ভিন্নভাবে আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) নিউইয়র্কের ব্রুকলিন সিটিতে এ ঘটনা ঘটে।

দেশটির নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, ব্রুকলিনের ক্রাউন হাইটস সেকশনের ইউটিকা অ্যাভেনিউয়ে ঘটনাটিতে চার পুরুষ নিহত হয়েছেন।

এছাড়া গুলিবিদ্ধদের মধ্যে দু্ইজন পুরুষ ও একজন নারী। বাকি দুইজন কীভাবে আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।

আহতদের চিকিৎসার জন্য কিংস কাউন্টি হসপিটাল ও ব্রুকলিন মেডিক্যাল ইউনিভার্সিটি হসপিটাল সেন্টারে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হত বলে জানায় নিরাপত্তা বাহিনী। তবে ঘটনার সময় ওই স্থানটি কী কাজে ব্যবহার করা হচ্ছিল, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিরাপত্তা বাহিনী জানায়, শনিবার শহরে অনুষ্ঠেয় এক হিপ-হপ সংগীতানুষ্ঠানের সঙ্গে এ হামলার কোনো সংযোগ আছে কি-না, তা তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
কেএসডি/এডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।