ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপির নতুন সভাপতি ঘোষণা ডিসেম্বরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
বিজেপির নতুন সভাপতি ঘোষণা ডিসেম্বরে বিজেপির বর্তমান সভাপতি অমিত শাহ, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি পদ থেকে সরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বছরের মধ্যেই ঘোষণা হতে পারে দলটির নতুন সভাপতির নাম।

দলীয় সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ডিসেম্বরেই নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হবে। কারণ এ বছরের শেষের দিকে দলীয় নির্বাচন শেষ হয়ে যাবে দলটির।

এদিকে, অমিত শাহও জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হয়ে যাবেন।

তা হলে কী পেছন থেকে দলের হাল ধরবেন আপনি- অমিত শাহকে একটি সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হলে তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, এ ধরনের প্রশ্ন ২০১৪ সালে যখন আমি সভাপতি হয়েছিলাম তখনও উঠেছিল। যখন আমি দায়িত্ব নিয়ে কাজ শুরু করলাম, সব আলোচনা বন্ধ হয়ে গেল।

তিনি বলেন, বিজেপি কংগ্রেসের মতো দল নয়; পেছন থেকে কেউ চালাবে।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংগঠনিক নির্বাচন চলছে। নতুন সভাপতি ডিসেম্বরের মধ্যেই দায়িত্ব নেবেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।