ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বাধীনতাকামীদের বিক্ষোভ-ধর্মঘটে অচল বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
স্বাধীনতাকামীদের বিক্ষোভ-ধর্মঘটে অচল বার্সেলোনা বার্সেলোনায় জনসমাবেশ। ছবি: সংগৃহীত

স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনের কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার নয় নেতাকে কারাদণ্ড দেওয়াকে কেন্দ্র করে সোমবার (১৪ অক্টোবর) কাতালোনিয়ায় বিক্ষোভ শুরু করেন স্বাধীনতাকামী কাতালানরা। শুক্রবার (১৮ অক্টোবর) বিক্ষোভের পঞ্চম দিনে শাস্তির প্রতিবাদ জানাতে কাতালোনিয়ার পতাকা হাতে রাস্তায় নেমে সেন্ট্রাল বার্সেলোনা অচল করে দিয়েছেন প্রায় আধা লাখ মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে।

স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, অন্তত ৫ লাখ ২৫ হাজার কাতালান বিক্ষোভকারী বার্সেলোনা অবরোধ করে রাখেন। ‘স্বাধীনতা চাই’, ‘এই রাস্তা আমাদের’, ‘রাজনৈতিক নেতাদের মুক্তি চাই’, এসব স্লোগানে মুখর হয়ে উঠেছিল বার্সেলোনার রাজপথ।

প্রথমদিকে এই বিশাল জনসমাবেশ শান্তিপূর্ণ থাকলেও পরের দিকে তা সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন রাস্তা অবরোধ করে ময়লার কনটেইনারে আগুন ধরিয়ে দেন। তারা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লে পুলিশও তাদের দিকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে এবং লাঠি হাতে বিক্ষোভকারীদের পাল্টা ধাওয়া করে।  

শুক্রবার দুপুরে কাতালোনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে বার্সেলোনার কেন্দ্রে এসে জড়ো হন বিক্ষোভকারীরা। এতে গোটা শহর অচল হয়ে যায়। বুধবার (১৬ অক্টোবর) থেকে জিরোনা, তারাগোনা, ভিচ, মারতোরেলসহ অন্য শহর থেকে পায়ে হেঁটে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় জড়ো হন তারা।

তবে, এক ভিডিওতে দাবি করা হয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত অনেকেই ডানপন্থি দুর্বৃত্ত ও কাতালোনিয়ার স্বাধীনতাবিরোধী। ফুটেজে দেখা যায়, তারা স্পেনের জাতীয় পতাকা বহন করে ‘নাৎসি স্যালুট’ দিচ্ছিল।  

রাতে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষ প্রায় যুদ্ধে পরিণত হয়। ছবিতে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে রয়েছে অসংখ্য পাথর, ব্যারিকেডে আগুন জ্বলছে, আকাশ অন্ধকার হয়ে গেছে কালো ধোঁয়ায়।   

এদিকে, বিক্ষোভ-সংঘর্ষের কারণে বার্সেলোনার এ পর্যন্ত আর্থিক ক্ষতি হয়েছে অন্তত ১৫ লাখ ইউরো। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে দু’পক্ষেরই শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার কাতালোনিয়ায় ১৬ বিক্ষোভাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

 কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে বার্সেলোনার আকাশ।  ছবি: সংগৃহীত

কাতালান ফ্রি পিপল পার্টির তোনি ক্যাসারাসের মতে, সহিংসতার কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মনোযোগ পাওয়া গেলেও এটা পুরো বিক্ষোভের ছোট একটা চিত্র মাত্র।

তিনি বলেন, স্বাধীনতাকামী কাতালানদের অধিকাংশই শান্তিপূর্ণ বিক্ষোভে বিশ্বাসী, দাবি পূরণ না হলে তারা রাস্তায় নামবেই। অনেক বছর ধরে কাতালোনিয়ায় প্রতিবাদ-বিক্ষোভ চলছে। আমাদের নেতাদের কারাদণ্ড আর বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণ করা হলেও আমরা হাল ছাড়িনি।

আরও পড়ুন>> ৯ নেতার কারাদণ্ডে ক্ষোভে ফেটে পড়েছে কাতালোনিয়া 

শুক্রবার শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে রাখেন কাতালানরা। দোকানপাট বন্ধ করে ও কর্মক্ষেত্রে না গিয়ে ধর্মঘট পালন করেন অধিকাংশ স্বাধীনতাকামী জনগণ। ফলে, বার্সেলোনার ‘এল প্রাত’ বিমানবন্দরের ৬০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এছাড়া, কাতালোনিয়ার বিভিন্ন অঞ্চলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও।

এর আগেও বিক্ষোভের কারণে বিমানবন্দরের শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিক্ষোভকারীরা বিমানবন্দরের প্রবেশপথ অবরোধ করে রেখেছে। যদিও মঙ্গলবার (১৫ অক্টোবর) কাতালোনিয়ার প্রাদেশিক পুলিশ বাহিনী থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় কোনো বিক্ষোভকারীর প্রবেশের চেষ্টাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।

তবে এসব হুমকিকে পাত্তা না দিয়ে শুক্রবার শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। সড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে ও রাস্তায় আলপিন ছড়িয়ে যানচলাচল বন্ধ করে দেয় তারা। স্পেন-ফ্রান্স সীমান্তবর্তী এপি-৭ মহাসড়কটি বন্ধ হয়ে গেলে দুই দেশের মধ্যে যানচলাচল বন্ধ হয়ে যায়। জিরোনায় কৃষকেরা ট্রাক্টর দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।

বার্সেলোনার কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ‘সাগ্রাদা ফ্যামিলিয়া’ গির্জার প্রবেশপথ অবরোধ করে স্বাধীনতাকামীরা বিক্ষোভ শুরু করলে সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন > কাতালোনিয়ায় বিক্ষোভে আহত ৭৮, শতাধিক ফ্লাইট বাতিল

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এফএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।