ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে লরির কন্টেইনার থেকে ৩৯ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
যুক্তরাজ্যে লরির কন্টেইনার থেকে ৩৯ মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির কন্টেইনার থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর বয়সী। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বুধবার (২৩ অক্টোবর) সকালে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাদের সবাইকে হত্যা করা হয়েছে সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

২৫ বছর বয়সী এ ব্যক্তি নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দা।

নিহতদের পরিচয় উদ্ধারে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে, এতে বেশ কিছুদিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু মেরিনার বলেন, লরিটি বুলগেরিয়া থেকে গত শনিবার (১৯ অক্টোবর) হলিহেড এলাকা দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। আমরা লরির চালককে আটক করেছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এতে সাময়িক অসুবিধার জন্য ব্যবসায়ীদের কাছে ক্ষমা চেয়েছে প্রশাসন।

 

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।