ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আকস্মিক স্থগিত ভারত-চীন বিজনেস ফোরাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আকস্মিক স্থগিত ভারত-চীন বিজনেস ফোরাম

এই সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠেয় ভারত-চীন বিজনেস ফোরাম আকস্মিক স্থগিত করা হয়েছে। ফোরামে আগমনেচ্ছু চীনা ডেলিগেটদের ভিসা ইস্যু না হওয়ায় আয়োজক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই ফোরাম প্রতিবছর ভারতের যেকোনো একটি শহরে হয়। তারই ধারাবাহিকতায় এবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে হওয়ার কথা ছিল আগামী ১৩ ও ১৪ নভেম্বর।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়কড়িকে। বক্তা হিসেবে কেন্দ্রীয় অর্থ উপদেষ্টা কে সুব্রমানিয়ানকেও আমন্ত্রণ জানানো হয়।

কিন্তু ঠিক দু’দিন আগে আয়োজক কর্তৃপক্ষ ইন্টারন্যাশাল বিজনেস লিংকেজ ফোরাম (আইবিএলএফ) তাদের ওয়েবসাইটে এক বার্তায় জানায়, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এবারের নির্ধারিত তারিখে ফোরাম হচ্ছে না। আমাদের এই ফোরাম স্থগিত করতে বলা হয়েছে। এমন অসুবিধার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। ’

শিগগির এ ফোরামের নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয় আইবিএলএফের বার্তায়।

সূত্র জানায়, এই ফোরামে অংশ নিতে ৭০ সদস্যের চীনা ডেলিগেশন টিম আবেদন জানায় সপ্তাহখানেক আগে। কিন্তু তাদের এখনো ভিসা দেওয়া হয়নি। বিগত আয়োজনে সরকার এই ফোরামে আসা চীনাদের জন্য ভিসা ইস্যু করলেও এবার আয়োজকদের জানিয়ে দেওয়া হয়, ওই ডেলিগেশন টিমকে এখন ভিসা দেওয়া হচ্ছে না।

একটি সূত্র জানায়, গত শুক্রবার (৮ নভেম্বর) আয়োজক কর্তৃপক্ষকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ওই ৭০ চীনা আগমনেচ্ছুর ভিসার আবেদন গ্রহণ করা যাচ্ছে না। অথচ দু’দিনের মধ্যেই ভারতে আসতে হবে বিধায় ফ্লাইটের টিকিটও কেটে ফেলেছিলেন ওই ডেলিগেশন টিমের সদস্যরা। শেষ মুহূর্তে ভারতের এমন সিদ্ধান্তে বেইজিং ‘জল কত দূর গড়াতে দেয়’ তা-ই দেখার অপেক্ষা।

গত বছর এই ফোরাম হয়েছিল পুনে শহরে। তাতে অংশ নিয়েছিলেন চীনের ২০০ প্রতিনিধি। ২০৭ সালে এই ফোরাম হয় বেঙ্গালুরুতে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।