ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হ্যাক করে ছড়ানো হয় কুয়েত থেকে সেনা প্রত্যাহারের খবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
হ্যাক করে ছড়ানো হয় কুয়েত থেকে সেনা প্রত্যাহারের খবর কুয়েতে সেনাঘাঁটিতে দায়িত্বরত মার্কিন সেনা। ছবি: সংগৃহীত

কুয়েতের আরিফজান সামরিক ঘাঁটি থেকে তিন দিনের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের খবরটি অসত্য। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ) হ্যাক করে এ সংবাদ ছড়ানো হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) কেইউএনএতে মার্কিন সেনা প্রত্যাহারের সংবাদের পরিপ্রেক্ষিতে টুইটারে বার্তা সংস্থাটির হ্যাক হওয়ার এ তথ্য জানান কুয়েতের সরকারি যোগাযোগ বিভাগের প্রধান তারিক আল-মুযারিম।

পড়ুন >> কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত

এর আগে প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মানসুর আল-আহমেদ আস-সাবাহের বরাত দিয়ে কেইউএনএতে সংবাদ প্রকাশিত হয়, কুয়েতের আরিফজান সামরিক ঘাঁটি থেকে তিনদিনের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানি জেনারেল কাসেম সোলেমানির হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বুধবার কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধে ইরাকে মার্কিন অবস্থানে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। এরমধ্যেই কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা হ্যাকিংয়ের এ ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।