ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব হিন্দু মহাসভার প্রধানকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
বিশ্ব হিন্দু মহাসভার প্রধানকে গুলি করে হত্যা বিশ্ব হিন্দু মহাসভার প্রধান রঞ্জিত বচ্চন। ছবি: সংগৃহীত

ভারতের বিশ্ব হিন্দু মহাসভার প্রধান রঞ্জিত বচ্চনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুষ্কৃতিকারী।

রোববার (০২ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের হজরতগঞ্জে এ ঘটনা ঘটে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

নিহত রঞ্জিত বচ্চনের চাচাতো ভাই আদিত্য শ্রীবাস্তব জানান, সকালে তারা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন।

হজরতগঞ্জের পরিবর্তন চকের কাছে গ্লোব পার্কে তারা পৌছলে দু’টি মোটরসাইকেলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এসে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই রঞ্জিত বচ্চন নিহত হন।

হজরতগঞ্জ থানা পুলিশ জানায়, দৃষ্কৃতিকারীরা তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। তবে কেন হঠাৎ তাদের ওপর হামলা করা হলো, তার তদন্ত করছে পুলিশ।

লক্ষ্ণৌ পুলিশের যুগ্ম কমিশনার (আইন-শৃঙ্খলা) নবীন অরোরা জানান, আদিত্য শ্রীবাস্তবই ফোন করে তাদের ওপর হামলার কথা পুলিশকে জানান।

নিহত রঞ্জিত বচ্চন আগে সমাজবাদী দলের সঙ্গে যুক্ত ছিলেন। দলের নানা কার্যক্রমেও তাকে দেখা যেত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

২০০২-২০০৯ সাল পর্যন্ত দেশব্যাপী সমাজবাদী পার্টির ‘সাইকেল যাত্রা’য় অংশ নিয়েছিলেন বচ্চন। পরে তিনি বিশ্ব হিন্দু মহাসভা বলে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।