ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার সৌদিতে মারাত্মক বার্ড ফ্লুর প্রাদুর্ভাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
এবার সৌদিতে মারাত্মক বার্ড ফ্লুর প্রাদুর্ভাব

চীনের করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব যখন আতঙ্কের মধ্যে আছে, ঠিক তখনই সৌদি আরবে দেখা মিলল মারাত্মক সংক্রামক বার্ড ফ্লু। 

বিশ্ব পশুস্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা দ্যা ওয়ার্ল্ড ওরগাইজেশন ফর অ্যানিমেল হেলথ বা ওআইই এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এ খবর দিয়েছে আরব নিউজ।

রাজধানী রিয়াদ থেকে দেড়শ’ কিলোমিটার উত্তরের সুদাইর অঞ্চলের একটি পোল্ট্রি ফার্মে এ বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে।  

বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২২ হাজারের বেশি মুরগি মারা গেছে বলে জানিয়েছে ওআইই। এছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রায় চার লাখ পাখি মেরে ফেলা হয়েছে বলে জানিয়েছে সৌদি কৃষি মন্ত্রণালয়।  

সবেশেষ ২০১৮ সালের জুলাইয়ে সৌদিতে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছিল।  

এর আগে সৌদিতে বার্ড ফ্লু’র যে প্রজাতি শনাক্ত করা হয়েছিল তা মানবদেহের জন্য ক্ষমতিকর ছিল না বলে মনে করা হয়। কিন্তু এবারের ভাইরাস বেশি শক্তিশালী এবং রোগ বিস্তারে সক্ষমতা অর্জন করছে বলে ঘোষণা করা হয়েছে।

এছাড়া ভিয়েতনাম ও চীনের হুনান প্রদেশেও একই ধরণের বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।