ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীন ভ্রমণকারী বিদেশিদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
চীন ভ্রমণকারী বিদেশিদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

যেসব বিদেশি নাগরিক গত ১৫ জানুয়ারি বা তারপর চীন ভ্রমণ করেছেন, তাদের দেশে প্রবেশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

প্রজ্ঞাপনটিতে ডিজিসিএ জানান, গত ১৫ জানুয়ারি বা তারপরে যেসব বিদেশি নাগরিক চীন ভ্রমণ করেছেন, তারা ভারতে প্রবেশ করতে পারবেন না।

ইন্দো-নেপাল, ইন্দো-ভুটান, ইন্দো-বাংলাদেশ, ইন্দো-মিয়ানমার স্থলবন্দরসহ আকাশ, সড়ক বা নৌপথ- কোনোভাবেই সেসব বিদেশি নাগরিককে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও জানানো হয়, ৫ ফেব্রুয়ারির আগে চীনের নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করা হয়েছে। তবে চীনা বা বিদেশি এয়ারক্রুদের ভিসা বাতিল করা হয়নি।

ইতোমধ্যে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ অন্য ভারতীয় এয়ারলাইনগুলো ভারত-চীন সব ফ্লাইট বাতিল করেছে। তবে দিল্লি-হংকং রুটে স্পাইসজেটের প্লেন চলাচল অব্যাহত রয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে দেশটিতে ৮১১ জনসহ বিশ্বজুড়ে ৮১৩ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজারেরও বেশি মানুষ। ভারতে তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।