ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস নিয়ে রিপোর্ট করা সাংবাদিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
করোনা ভাইরাস নিয়ে রিপোর্ট করা সাংবাদিক নিখোঁজ সাংবাদিক চেন কিউশি (৩৪)। ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাস নিয়ে প্রথমদিকে যিনিই মুখ খুলেছেন, তিনিই সরকারের রোষানলের শিকার হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন সাংবাদিক চেন কিউশি (৩৪)। উহানে প্রতিবেদক হিসেবে কর্মরত চেন এখন নিখোঁজ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন চেন।

এর আগে লি ওয়েনলিয়াং নামে ৩৪ বছর বয়সী এক চিকিৎসক উহানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভাইরাসটি যখন মাত্র ছড়িয়ে পড়তে শুরু করে, তখনই এ নিয়ে সতর্ক করার চেষ্টা করে পুলিশি হেনস্থার শিকার হয়েছিলেন লি।

তার মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়ে চীনের জনগণ। সরকারের কড়া নিয়ন্ত্রণ ও নজরদারির বিরুদ্ধে ‘আমি বাক স্বাধীনতা চাই’ হ্যাশট্যাগে মুখরিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। কিন্তু একদিনের মধ্যেই এ হ্যাশট্যাগ সেন্সর করে জবাব দেয় কর্তৃপক্ষ।

চীনের উত্তর-পূর্বাঞ্চল থেকে নিখোঁজ হয়েছেন সাংবাদিক চেন। পরে তার পরিবার ও বন্ধুরা পুলিশের কাছ থেকে জানতে পারে, তাকে কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) তার নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইবো’তে ঝড় ওঠে। তার মুক্তির জন্য অনুরোধ জানাতে থাকে সবাই। উইবোর এক পোস্টে একজন লেখেন, ‘আশা করি সরকার চেন কিউশির সঙ্গে ন্যায্য আচরণ করবে। ’ আরেকজন লিখেছেন, ‘দ্বিতীয় লি ওয়েনলিং সামলানোর সামর্থ্য আমাদের নেই। ’

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।