ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় এক ব্যক্তির আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় এক ব্যক্তির আত্মহত্যা ছবি: সংগৃহীত

নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে শঙ্কিত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এতে বলা হয়, হৃদরোগের কারণে হাসপাতালে গিয়েছিলেন বালাকৃষ্ণয়া (৫০)।

তার মধ্যে ঠাণ্ডার লক্ষণ দেখা যাওয়ায় চিকিৎসক তাকে মাস্ক পরার পরামর্শ দেন। এতে বালাকৃষ্ণয়া মনে করতে থাকেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজের পরিবার ও গ্রামবাসীর মধ্যে ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় আত্মহত্যা করেন তিনি।

বালাকৃষ্ণয়ার ছেলে বলেন, ‘হৃদরোগের কারণে চেকা-আপ করাতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। চিকিৎসক তাকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মনে করে ভুল বোঝেন তিনি।

বালাকৃষ্ণয়ার ছেলে জানান, তার বাবা করোনা ভাইরাস নিয়ে অনেক ভিডিও দেখেছেন এবং তিনি নিজেও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মনে করে কাউকে কাছে আসতে দিতেন না।

ভারতের কেরালা রাজ্যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও অন্ধ্র প্রদেশে এখনো কেউ আক্রান্ত হয়নি। এদিকে বুধবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১১৩ জন। ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৪ হাজার ৬৫৩ জন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।