ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
ইতালিতে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) ইতালির উত্তরাঞ্চলীয় শহর পাদুয়ায় মৃত্যু হয় ৭৮ বছর বয়সী ওই ব্যক্তির।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, উত্তর ইতালিতে প্রায় ১৫ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ ঘটনার পর ওই অঞ্চলের মানুষকে তাদের নিজ বাসভবনে থাকতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সামাজিক অনুষ্ঠান-কার্যক্রম।

সবশেষ তথ্য অনুযায়ী, চীনে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২শ ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ৪৬৫ জন। আর ১৮ হাজারের বেশি রোগীকে এখন পর্যন্ত চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে ২৫টি দেশে।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।