ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্ক-ইরান সীমান্তে ভূমিকম্প, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
তুরস্ক-ইরান সীমান্তে ভূমিকম্প, নিহত ৮ তুরস্কে ভান প্রদেশে ভূমিকম্পে ধ্বংসস্তুপে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত

ইরান সীমান্তবর্তী তুরস্কের ভান প্রদেশে শক্তিশালী এক ভূমিকম্পে আটজন নিহত হয়েছেন। এ ছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন আরও ২১ জন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু জানান, পাঁচ দশমিক সাত মাত্রার এ ভূমিকম্পে এক হাজার ৬৬টির মতো ভবন ধসে পড়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইতোমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে বলে জানান তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ইরানের পশ্চিম আজারবাইজানের কাতুর জেলা থেকে এ ভূমিকম্পটির উৎপত্তি হয়।

এদিকে ইরানে ভূমিকম্প উপদ্রুত এলাকায় জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়। তবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এতে জানানো হয়নি।

তুরস্ক ও ইরান বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। প্রায়ই দেশ দু’টিতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬১০ মিনিট, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।