ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ভারতের ৬ বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
সোয়াইন ফ্লুতে আক্রান্ত ভারতের ৬ বিচারপতি

ভারতের সর্বোচ্চ আদালতের ছয় বিচারপতি একই সঙ্গে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এজলাসে বসে এ কথা জানিয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

তিনি আদালতে বলেন, সোয়াইন ফ্লু সংক্রমণ ঠেকাতে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি।  

ভারতের বিচারব্যবস্থার সংবাদ প্রকাশ করে এমন একটি ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এক শুনানি চলার সময় ছয় বিচারপতির ফ্লু আক্রান্ত হওয়ার কথা সিনিয়র আইনজীবী এ  সুন্দরমকে জানিয়েছেন বিচারপতি অরুণ মিশ্রও।

 

অসুস্থ বোধ করলে আদালতে না আসার জন্য আবেদন জানিয়েছেন বিচারপতি মিশ্র।  

বিচারপতি সঞ্জীব খান্নাকে মঙ্গলবার মাস্ক পরেই এজলাসে বিচারকাজ চালাতে দেখা গেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।  

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুষ্মন্ত দাভে গণমাধ্যমকে বলেছেন, ‘ছয় বিচারপতির খবর শুনে প্রধান বিচারপতি এস এ বোবঢ়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আদালতের চিকিৎসাকেন্দ্রে অতিদ্রুত সোয়াইন ফ্লুর প্রতিষেধক টিকা দেওয়ার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন। ’

টিকা কেনার জন্য এরইমধ্যে দশ লাখ রুপি অর্থও বরাদ্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।