ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬ বার সতর্কবার্তা পাঠায় গোয়েন্দারা, আমলে নেয়নি দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
৬ বার সতর্কবার্তা পাঠায় গোয়েন্দারা, আমলে নেয়নি দিল্লি পুলিশ দিল্লির রাস্তায় মোতায়েন পুলিশ

সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে দিল্লিতে চলমান সংঘর্ষের আগেই দিল্লির পুলিশকে এ বিষয়ে সতর্ক করেছিল গোয়েন্দারা। সহিংসতার আশঙ্কায় সতর্কবার্তায় দিল্লির পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়। কিন্তু পুলিশ সেসব সতর্কবার্তা আমলে নেয়নি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমে এমন তথ্যই প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, ভারতীয় স্পেশাল ব্রাঞ্চ ও গোয়েন্দা বিভাগ বেতারবার্তার মাধ্যমে উত্তর-পূর্ব দিল্লি প্রশাসন ও পুলিশকে সতর্কবার্তা পাঠায়।

 

সহিংসতার আগেরদিন রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিএএ’র সমর্থনে স্থানীয় বিজেপি নেতা কপিল মিশ্রের টুইট করার পরপরই পুলিশকে সতর্ক করে বার্তা পাঠায় গোয়েন্দারা। পাশাপাশি পরিস্থিতির মোকাবিলায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের জন্য দিল্লি পুলিশকে বার্তা দেওয়া হয়।

এর আগে রোববার দিল্লির জাফরাবাদ থেকে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার জন্য আলটিমেটাম দেন কপিল মিশ্র। এর পরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে দিল্লিতে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।