ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ান বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
সিরিয়ান বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত

ইদলিব প্রদেশে সিরিয়ান সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন তুর্কি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৬ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়। তুরস্কের হাতই প্রদেশের গভর্নর রাহমি দোগানের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

সম্প্রতি ইদলিবে সেনা মোতায়েনের পর এটাই সবচেয়ে বড় হামলা। হামলার পর তুরস্কের যোগাযোগ পরিচালক ফখরুদ্দীন আলতুন এক বিবৃতিতে বলেছেন এ হামলার প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়েছেন।

তবে তুরস্কের বিবৃতি ও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি সিরিয়ান সরকার।

২০১৮ সালে আঙ্কারা-মস্কোর চুক্তির অংশ হিসেবে সিরিয়ায় এ তুর্কি সৈন্য মোতায়েন রয়েছে। তবে রাশিয়া সমর্থিত সিরিয়ান সরকার ইদলিবে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে।

গত কয়েক সপ্তাহের সহিংসতায় ইদলিব ও আলেপ্পো ছেড়েছে প্রায় ৭০ লাখ মানুষ। মারা গেছে কয়েকশ বেসামরিক জনগণ। এমনটাই বলছে জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।