ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের গ্রিন জোনে ফের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০২০
ইরাকের গ্রিন জোনে ফের ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের রাজধানী বাগদাদের ‘সুরক্ষিত’ গ্রিন জোনে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সোমবার (০২ মার্চ) ইরাকের সামরিক প্রেস অফিসের বরাত দিয়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি জানায় তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।

খবরে বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে ২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এতে হাতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনা ঘটনা ঘটেনি।

বাগদাদের গ্রিন জোনে মূলত দেশটির সরকারি অফিস এবং বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। এ কারণে গ্রিন জোনটি সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত।

এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানিকে ইরাকে হামলা চালিয়ে হত্যার পর থেকেই বাগদাদের গ্রিন জোনে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামালার ঘটনা বেড়েই চলেছে।

আরও পড়ুন> বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা
আরও পড়ুন> বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা, আহত ৬

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।