ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তির জন্য যে কোনও ভূমিকা নিতে প্রস্তুত: রজনীকান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২, ২০২০
শান্তির জন্য যে কোনও ভূমিকা নিতে প্রস্তুত: রজনীকান্ত

দিল্লি সহিংসতায় উত্তাল ভারতের রাজনীতি। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। দিল্লির এই সহিংসতায় তীব্র নিন্দা জানিয়েছেন তামিল চলচ্চিত্রের সুপারস্টার ও রাজনীতিবিদ রজনীকান্ত। 

তিনি বলেছেন, দেশের শান্তি বজায় রাখতে তিনি যে কোনও ভূমিকা নিতে প্রস্তুত।  

এনডিটিভি জানাচ্ছে, দিন কয়েক আগে একটি মুসলিম সংগঠনের কয়েকজন নেতা তার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে দেশের বিদ্বেষের পরিবেশ নিয়ে আলোচনা করেন।

তারপরেই অভিনেতা একটি টুইট করে এই প্রস্তাব দেন। তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখেন, দেশে শান্তি বজায় রাখতে আমি যে কোনও ভূমিকা নিতে প্রস্তুত। আমিও মুসলিম সংগঠনের নেতাদের সঙ্গে একমত যে একটি দেশের মূল লক্ষ্য থাকা উচিত প্রেম, ঐক্য এবং শান্তি বজায় রাখা।

সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভকে কেন্দ্র করে গত সপ্তাহে উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। হানাহানি চলে। প্রাণ যায় ৪৬ জনের।  

এর আগে দিল্লির সহিংসতা নিয়ে মোদী সরকারের কঠোর সমালোচনা করেন রজনীকান্ত। তিনি বলেন বলেন, ক্ষমতাসীনরা যদি এ ধরণের সহিংস পরিস্থিতি সামাল দিতে না পারেন, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।