ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত ২৩ সংসদ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত ২৩ সংসদ সদস্য ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ইরানের সংসদের ২৩ সদস্য।

মঙ্গলবার (০৩ মার্চ) ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু’হাজার তিনশ ৩৬ রোগী।

এর মধ্যে এখন পর্যন্ত ৭৭ জনের প্রাণহানী হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইরানি সংবাদমাধ্যম জানায়, করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে দেশটির ২৯০ সংসদ সদস্যের পরীক্ষা করার পর ২৩ জনের করোনা সংক্রমণ নিশ্চিত করা হয়। আক্রান্তদের মধ্যে ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমে ইবতেকার ও ইরাজ হারিরচি রয়েছেন।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগকে সহায়তার জন্য দেশটির সামরিক বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।