ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা আতঙ্কে হোলি উৎসবে যোগ দিচ্ছেন না মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
করোনা আতঙ্কে হোলি উৎসবে যোগ দিচ্ছেন না মোদী

করোনা ভাইরাসের আতঙ্কে আসন্ন হোলি উৎসবে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এনডিটিভির। 

বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোনও জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন মোদী।  

বুধবার মোদী টুইটারে লিখেছেন, বিশ্ব জুড়ে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে তা রুখতে বিশেষজ্ঞরা বড় কোনও জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন।

তাই এ বছর আমি কোনও হোলির মিলন উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।  

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্ক অবস্থান নিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতীয় নাগরিকদের ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশপাশি করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।  

ভারতের এ পর্যন্ত ২৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে।  

চীনের উহানে এ ভাইরাসের প্রথম সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত তা বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে গেছে। চীনের কমেছে সংক্রমণের মাত্রা। এই মুহূর্তে ইতালিতে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।