ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রবীন্দ্রভারতীর দোলে মেয়েদের পিঠে রবীন্দ্রনাথের গান বিকৃত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
রবীন্দ্রভারতীর দোলে মেয়েদের পিঠে রবীন্দ্রনাথের গান বিকৃত!

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব নিয়ে চলছে তুমুল বিতর্ক। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে দোল উৎসবে মেয়ের খোলা পিঠে বিকৃত করে লেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। বিকৃত শব্দগুলো অশ্লীলও বটে।

পিঠ খোলা, শাড়ি পরা ওই নারীদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেয়ের সঙ্গে কিছু ছেলেকেও দেখা গেছে বুকে একইভাবে বিকৃত শব্দ লিখতে।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু জানা নেই বলেই দাবি উপাচার্যের। উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, এই ঘটনা তার ক্যাম্পাসে ঘটেছে। তবে কারা এর সঙ্গে যুক্ত তা চিহ্নিত করা সম্ভব হয়নি। সিসিটিভি দেখে শনাক্তকরণের কাজ করার চেষ্টা হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।