ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বাভাবিক জীবনযাপনে ফিরছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
স্বাভাবিক জীবনযাপনে ফিরছে চীন ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রায় দু’মাস অবরুদ্ধ ছিল চীন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হওয়া ও মৃত্যুর হার কমে আসায় ধীরে ধীরে জীবনযাপন স্বাভাবিক হচ্ছে দেশটিতে।

রোববার (১৫ মার্চ) চীনভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস রোগ (কোভিড-১৯) দেশটির ৩ হাজার ১৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

সেই সঙ্গে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৪৯ জন। তাদের মধ্যে ৬৬ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নতুন করে আক্রান্ত হওয়ার হার কমতে থাকায় অবরুদ্ধ অবস্থার অবসান ঘটছে দেশটিতে। কর্মীরা কাজে ফিরে যেতে শুরু করেছেন। কারখানা, স্কুল, জনসমাগম এবং পর্যটন স্থানগুলো আবার খুলতে শুরু করেছে। অবশেষে কিছুটা স্বস্তির নিশ্বাস নিতে পারছেন স্বাস্থ্যকর্মীরা।

ভ্রমণের ওপর কঠোর বিধিনিষেধ শিথিল করায় হুবেই প্রদেশের অনেক বাসিন্দা, যারা অন্য অঞ্চলে অবস্থান করছিলেন, তারা অবশেষে ঘরে ফিরতে পারবেন।

ইতালি, ইরানসহ অনেক দেশে কোভিড-১৯ মহামারী আকার ধারণ করলেও এ যুদ্ধের অনেকটাই যেন জয় করতে পেরেছে চীন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।