ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
ইতালিতে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো .

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৮৯ জন। এই নিয়ে ইতালিতে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়ালো। 

'সিএনএন'র রিপোর্ট অনুযায়ী, ইতালিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৭৪। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৯২ হাজার ৪৭২।

 

ইতালি ছাড়াও ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থাও বেশ সঙ্গিন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬৯০।  

এদিকে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ২৭ হাজারের বেশি।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘন্টা, মার্চ ২৮, ২০২০
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।